সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা:
বগুাড়ার সারিয়াকান্দিতে শোনপঁচা গ্রামে আগুনে ১৩ টি গরু, ছাগল, ভেড়া এবং ২৫ টি মুরগি আগুনে পুড়ে মারা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চর শোনপচাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে চর শোনপঁচা গ্রামের হোসেন শেখের জামাই আমির শেখের গোয়ালঘরে আগুন লাগে। পরে রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির লোকজন আগুন লাগার বিষয়টি টের পান। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা ৪ টি গরু, ৫ টি ছাগল এবং ৪ টি ভেড়া পুড়ে মারা যায়। একইসাথে গোয়ালঘরে রাখা ২৫ টি মুরগিও পুরে মরে গেছে।
আমির শেখ বলেন, আমার বসতবাড়িতে আগুন লেগে গোয়ালঘরের পশুসহ বেশকিছু বসতঘর পুড়ে গেছে। আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি।এ ব্যাপারে কর্ণিবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন বলেন, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছি, তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।