সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর নতুন অধ্যায় শুরু

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর নতুন অধ্যায় শুরু

শেরপুর নিউজ ডেস্ক:

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন। অভিনয় ক্যারিয়ারে নয় বছর পূর্ণ করে তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন তিনি

বুবলী জানালেন, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিগ’- যার পূর্ণনাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’।ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে।

কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।

Check Also

অস্কার জয়ের সিগন্যাল পেলেন যারা!

শেরপুর নিউজ ডেস্ক: হলিউডের স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কার জিতে নিলো পোপ নির্বাচনের থ্রিলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =

Contact Us