শেরপুর নিউজ ডেস্ক:
বেন ডাকেটের বিশ্ব রেকর্ডের বয়স এক সপ্তাহও পার হতে দিলেন না ইব্রাহিম জাদরান। তার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। বুধবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলেছেন জাদরান।
গত শনিবার পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ তারকা ওপেনার বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেন। মাত্র তিন দিনের ব্যবধানে তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের তারকা ওপেনার ইবরাহিম জাদরান।
তার ব্যাটিং তাণ্ডবে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের পাহাড় গড়ে আফগানরা। অথচ ইনিংসের শুরুতে মাত্র ৮.৫ ওভারে দলীয় ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল আফগানিস্তান। সেই অবস্থা থেকে একাই দলকে টেনে সোয়া তিনশ রানের চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান আফগান ওপেনার।