শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে স্মার্ট প্রি পেইড বৈদ্যুতিক মিটার লাগানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বাসট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল চুরির অন্যতম মাধ্যম স্মার্ট প্রি পেইড মিটার। ডিজিটাল চুরির অন্যতম প্রজেক্ট এই প্রি পেইড বৈদ্যুতিক মিটার সংযোগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কোন ভাবেই উপজেলায় বাস্তাবায়ন করতে দেয়া হবে না। স্মার্ট প্রিপেইড মিটার বাধ্যতামূলক করায় জনদূর্ভোগ চূড়ান্ত সীমায় পৌছাবে।মানববন্ধনে শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নেসকোর নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, ডাঃ যোবায়েদ সুলতান, ফাহমিদুন্নবী পাভেল, জসিম উদ্দিন মন্ডল, দূর্জয়, হিমেল, রুবেল পোদ্দার,শাওন, জনি দত্ত, আল আমিন, নূরনবী হাসান পিটু, বেলাল হোসেন, প্রত্যয়, অয়ন, তাকবির, মাহিন প্রমুখ।