Home / পড়াশোনা / রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ আগামী ২৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ করা হবে ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি প্রকাশ করা যাবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ মে। মনোয়নপত্র বিতরণ করা হবে ১৫ মে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ মে। মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে ২০ মে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন বা কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

Check Also

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =

Contact Us