Home / বিনোদন / বিয়ে করতে কেমন পুরুষ চান সুস্মিতা সেন

বিয়ে করতে কেমন পুরুষ চান সুস্মিতা সেন

শেরপুর নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বর্তমানে তার বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। এখনও বিয়ে করেননি। তবে এবার জানালেন বিয়ে করতে কেমন পুরুষ চান তিনি।

মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় ওঠেন সুস্মিতা। সেই খ্যাতির ছটা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, সীমানা পেরিয়ে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কেননা, তিনি তো প্রাক্তন মিস ইউনিভার্স। তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যও।

তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনওদিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনও রণদীপ হুদা, কখনও মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভাট, আবার কখনও ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবুও ঘর বাঁধা হয়নি।

যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন। যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিক রোহমান শলকে। তবে কি ফের তারা সম্পর্কে জড়িয়েছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা?

আসলে বিয়ের জন্য কোনও ধরাবাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা। যদিও বিয়ে করার ইচ্ছে রয়েছে তার। সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যেদিন এমন কোনও পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভাল আছি।”

Check Also

চিত্রনায়িকা দীঘির বদলে পূজা চেরী ‘টগর’ সিনেমায় যুক্ত হলেন

শেরপুর নিউজ ডেস্ক: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী ‘টগর’ সিনেমায় যুক্ত হলেন। বছরের শুরুতে আদর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − two =

Contact Us