Home / দেশের খবর / নতুন রাজনৈতিকদলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

নতুন রাজনৈতিকদলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা কোরআন তেলাওয়াত করেন। গিতা পাঠ করেন আর্পিতা সামা দেব। পরে ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হতে থাকেন সাধারণ জনগণসহ কর্মী-সমর্থকরা। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।

Check Also

রণাঙ্গণে যারা সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই ‘মুক্তিযোদ্ধা’বাকিরা সহযোগী: উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৭১ সালে যারা রণাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =

Contact Us