সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালি

শেরপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র‌্যালি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষ্যে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পূর্ব শাখা। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর শেরপুর উপজেলার সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি নিয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রমজানের উপরে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে র‌্যালি শেষ হয়।
র‌্যালিতে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করো করতে হবে’, ‘বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করোসহ বিভিন্ন শ্লোগান দেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রজানের পবিত্রতা রক্ষায় আজকের এই র‌্যালি শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা নয় বরং এটি বিশ্বব্যাপী জানান দেওয়া মাহে রমজান ও ইসলামী সংস্কৃতি ধারণ ও লালন করে মানুষের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিতে ভূমিকা রাখবে। আমরা সিয়াম পালন, তারাবি নামাজ ও ইফতার গ্রহণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করবো।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহাম্মেদ নাহীদ,সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, শেরপুর শহর আদর্শ থানা শাখার সভাপতি রাফিউজ্জামান, শেরপুর উত্তর আদর্শ থানা শাখার সভাপতি সৈকত ইসলাম সবুজ,শেরপুর দক্ষিন সাংগঠনিক থানা শাখার সভাপতি তানজিল সরকার সহ জেলা ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

Check Also

সারিয়াকান্দিতে চুরি হওয়া নৌকাসহ গ্রেপ্তার ২

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে চুরি হওয়া একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুইজনকে আটক করেছে জনতা। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us