সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ভিন্নরূপে ফিরছেন সিনে গার্ল দীপিকা পাড়ুকোন

ভিন্নরূপে ফিরছেন সিনে গার্ল দীপিকা পাড়ুকোন

 

শেরপুর নিউজ ডেস্ক:

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার অভিনয়ে সরব হওয়ার গুঞ্জনে লাকি সিনে গার্ল দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘পাঠান ২’ সিনেমায় আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন এই তারকা। স্পাই এজেন্ট ‘রুবিনা’র চরিত্রে আবার দর্শককে চমকে দেবেন এ অভিনেত্রী। এবারের চরিত্রটিকে ঘিরে আরো চমক থাকছে বলে ইঙ্গিত দিয়েছে যশরাজ ফিল্মস।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ইউনিভার্সের এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। চার বছর পর পাঠানের সিক্যুয়েলের মাধ্যমে ফিরেছিলেন বলিউড কিং শাহরুখ খান। এতদিন ধরে পাঠান সিনেমার সিক্যুয়েলের অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। তাদের জন্য সুখবর নিয়ে এল যশরাজ ফিল্মস।

‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত। সংলাপ লেখার কাজও প্রায় শেষ। খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছে যশরাজ ফিল্মস। পাঠান এর সিক্যুয়েলের কাজ শুরু হওয়া প্রসঙ্গে নির্মাতা আদিত্য চোপড়া বলেন, ‘প্রথমটির রেকর্ড ভাঙতে চাই। তাই ‘পাঠান ২’ ঘিরে যশরাজ ফিল্মসের আরো বড় পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য আরো দুর্দান্ত হবে। আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু আসতে যাচ্ছে।’

‘কিং’ ছবির শুটিং শেষ করার পর ‘পাঠান ২’-এর শুটিং শুরু করবেন শাহরুখ খান। দীর্ঘদিন পর দীপিকাকে বড় পর্দায় নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।

Check Also

অভিনেত্রী আমিশা পাটেলকে নিয়ে হই চই কাণ্ড

শেরপুর নিউজ ডেস্ক:   ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সে ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us