Home / বিদেশের খবর / ফিলিস্তিনি মুক্তিকামী নেতা নায়েল বারগুতি দীর্ঘ ৪৫ বছর পর কারামুক্ত

ফিলিস্তিনি মুক্তিকামী নেতা নায়েল বারগুতি দীর্ঘ ৪৫ বছর পর কারামুক্ত

শেরপুর নিউজ ডেস্ক:

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটান ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি। ৬৭ বছর বয়সী নায়েল ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন ৪৫ বছর। অবশেষে তাঁর মুক্তি মিলেছে। বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেয় ইসরায়েল।

নায়েল ৪৫ বছরের কারা জীবনের মধ্যে কারাগারে একটানা কাটে ৩৪ বছর। এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠেছে। নায়েল বারগুতি ‘আবু আল-নুর’ নামে ফিলিস্তিনি বন্দিদের মধ্যে পরিচিত। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ইসরায়েলের কারাগারে থাকা ব্যক্তিও তিনি।

রামাল্লার উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে ১৯৫৭ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন নায়েল। ফিলিস্তিনে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে জন্ম তাঁর। মাত্র ১০ বছর বয়সে ১৯৬৭ সালে গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বাকি অংশের পাশাপাশি নিজ গ্রামে ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী হয়েছিলেন তিনি।

২০১১ সালে হামাস ‘গিলাদ শালিত’ বন্দি বিনিময়ের অংশ হিসেবে নায়েলকে মুক্ত করে এনেছিল। তবে সেই ছাড়া পাওয়া খুব বেশি দিনের জন্য হয়নি। ২০১৪ সালে তাঁকে আবার গ্রেপ্তার করে ইসরায়েল বাহিনী।

তাঁর পরিবার বলেছে, এবার মুক্তি পেয়ে ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটাতে সম্মত হয়েছেন নায়েল। এ শর্তে ইসরায়েল তাঁকে আবার গ্রেপ্তার হওয়া থেকে মুক্ত থাকার কিছুটা স্বাধীনতা দিয়েছে। মিডল ইস্ট আই।

Check Also

ভেজাল মদ্যপানে তুরস্কে ১৫২ জনের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:   তুরস্কে ভেজাল মদ্যপানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৫২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =

Contact Us