সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / নতুন দলের স্লোগান বুঝি না, সেকেন্ড রিপাবলিক কী বুঝি না: মির্জা আব্বাস

নতুন দলের স্লোগান বুঝি না, সেকেন্ড রিপাবলিক কী বুঝি না: মির্জা আব্বাস

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব, ভেদ সৃষ্টির চেষ্টা করছে এক শ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়।’

‘এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে,’ বলেন মির্জা আব্বাস।

তিনি আরও বলেন, ‘নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনার বুঝেছেন কি না জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’

কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, ‘আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণির লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ শিশু ও এতিম শিক্ষার্থী উপস্থিত ছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Check Also

জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: ছাত্রদল

শেরপুর নিউজ ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Contact Us