সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / শেরপুরে অবৈধ ২ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

শেরপুরে অবৈধ ২ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরে দুটি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মার্চ) দুপুরে শেরপুর শহরের মোবারকপুর এলাকার মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই দুটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যের উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ওই দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটাগুলোর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না ছিল না। পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটাটি গড়ে তোলা হয়। ইটভাটা স্থাপন আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

রাজনৈতিক হয়রানিমূলক ৪৬১৫ মামলা প্রত্যাহারের সুপারিশ

শেরপুর নিউজ ডেস্ক: রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 10 =

Contact Us