শেরপুর নিউজ ডেস্ক:
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বরে এক র্যালি শেষে হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, শেরপুর সরকারি মডেল ডিজে হাইস্কুুুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব প্রমুখ।