সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরস্কার

যাদের হাতে উঠল ৯৭তম অস্কার পুরস্কার

শেরপুর নিউজ ডেস্ক:

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়।

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়। সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’।

৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

‘এমিলিয়া পেরেজ’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে উৎসর্গ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি গভীর আবেগ প্রকাশ করেন এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানান।

দ্বিতীয়বারের মতো সেরা চিত্রনাট্যকারের অস্কার জিতেছেন শন বেকার। ‘আনোরা’ ছবিতে তার অনবদ্য গল্প বলার দক্ষতা এবং চমৎকার সম্পাদনার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। অন্যদিকে, সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার পেয়েছেন ডেনিস ভিলেনিউভ।

‘এমিলিয়া পেরেজ’ ছবির জনপ্রিয় গান ‘এল মাল’ এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কার অর্জন করেছেন।

৯৭তম অস্কার আসরে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলো যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কার বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের।

Check Also

নায়িকার মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড় ?

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সূর্যবংশম’ ছবির সেই স্নিগ্ধ সুন্দরী সৌন্দর্যকে মনে নেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =

Contact Us