শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (৫৯) কে গ্রেফতার করেছে।
রবিবার (২ মার্চ) রাতে তাকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৫৯) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কুসুম্বী ইউনিয়নের আদম জামুর গ্রামের মৃত ডা. ইশারতুল্লাহর ছেলে। এছাড়া তিনি জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে গত ২ নভেম্বর দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।