শেরপুর নিউজ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর শহর শাখার উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় পৌর শহরের শিশু পার্ক এলাকায় এ ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়।
শেরপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক লিমন, সাইদুল সরদার, লিটন শেখ,শ্রী নিতাই চন্দ্র দাস, সদস্য সোহেল খান, জাহাঙ্গীর আলম, শান্ত ইসলাম, ফরহাদ শেখ, মান্না শেখ, মমিন শেখ, জাহিদ শেখ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় সয়াবিন তেল ১৬৫ টাকা , চিনি ১১৫ টাকা, ছোলা বুট ৯০ টাকা, খেজুর ১৩০ টাকা, মুড়ি ৬০ টাকা কেজি দরে ও বন্দিয়া ৩০ টাকা প্যাকেট, স্যালাইন চার টাকা পিস দরে বিক্রয় করা হয়। রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন এসব পণ্য বিক্রয় করা হবে।