সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / চুপিসারে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর!

চুপিসারে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর!

শেরপুর নিউজ ডেস্ক:

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকমনে। ভালো গল্প, চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজেই শুধু তার ঝোঁক। নেই শোবিজ পলিটিক্স, কিংবা কোনো বিতর্কে।

অভিনয়ের বাইরে বাকীটা সময় কাটান পরিবার, বই পড়া কিংবা সিনেমা দেখার মাধ্যমে। তাইতো কখন যে লুকিয়ে লুকিয়ে একটি বই লিখে ফেললেন কেউ জানতেই পারেনি! বইমেলার শেষবেলাতে বইয়ের প্রচ্ছদ নিয়ে হাজির হন সাবিলা! চুপিসারে চমকে দিলেন ভক্তদের।প্রকাশের আগে এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করেননি এ অভিনেত্রী। মেলার শেষবেলায় এসে নিজের বইয়ের প্রচ্ছদ শেয়ার করে বিষয়টি জানান সাবিলা।

তার প্রথম বইয়ের নাম ‘ভালোবাসা অতঃপর’। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়। বইটির লেখক সাবিলা একা নন।যৌথভাবে লিখেছেন সালাম রাসেল নামের আরেক লেখক।এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার মধ্যেই টুকটাক লিখি। আসলে ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই আমি। তাই নীরবেই প্রকাশ করা।তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি।

আমার সঙ্গে রয়েছেন সালাম রাসেল নামে একজন লেখক।’ এদিকে সাবিলা লেখক হিসাবে এবার আত্মপ্রকাশ করলেও লেখালেখি করেন বেশ আগে থেকেই। চর্চাটা ছোটবেলা থেকেই। সেই লেখা কেবল তার নোটবই বা ডায়েরিতেই সীমাবদ্ধ নয়। তার লেখা গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় সেই নাটকে অভিনয়ও করেন সাবিলা। এরপর ২০২২ সালে এ অভিনেত্রী লেখেন দর্শকনন্দিত নাটক ‘রিদিকার গল্পটি’। এ নাটকে তিনি অভিনয় করেন, সঙ্গে ছিলেন ইয়াশ রোহান।

Check Also

উপাধিতে বিশ্বাসী নন লেডি সুপারস্টার নয়নতারা

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণি সিনেমা অঙ্গনের লেডি সুপারস্টার বলা হয় নয়নতারাকে। তবে এতে আপত্তি অভিনেত্রীর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =

Contact Us