সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

শেরপুর নিউজ ডেস্ক:

ইউক্রেনকে দেওয়া সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাগবিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেন তিনি। সোমবার (৩ মার্চ) হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, এর ফলে একসময়ের মিত্র এই দুই দেশের মধ্যে ফাটল আরও গভীর হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির ওপর গুরুত্ব দিচ্ছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা সহায়তা স্থগিত রেখে পর্যালোচনা করছি যাতে এটি একটি সমাধানের দিকে নিয়ে যায়।

সোমবারের এই পদক্ষেপ ট্রাম্পের আগের কোনও নতুন সহায়তা না দেওয়ার নীতির চেয়েও কড়া। এতে বাইডেন প্রশাসনের অনুমোদিত অস্ত্র সরবরাহও বন্ধ হতে পারে, যার মধ্যে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে হোয়াইট হাউজ থেকে জানানো হয়নি যে কী পরিমাণ সহায়তা স্থগিত হয়েছে বা এটি কতদিন স্থায়ী হবে। পেন্টাগনও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি।

জেলেনস্কির অফিস এবং ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাস থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার ট্রাম্প আবারও বলেন, ইউক্রেনের প্রতি আমেরিকার সহায়তার জন্য জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত। এর আগে, অ্যাসোসিয়েটেড প্রেসকে জেলেনস্কি বলেছিলেন যে যুদ্ধের শেষ ‘খুব, খুব দূরে’, যা ট্রাম্প ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, এটি জেলেনস্কির দেওয়া সবচেয়ে খারাপ মন্তব্য, এবং আমেরিকা এটি আর বেশি দিন সহ্য করবে না!

শুক্রবার হোয়াইট হাউজে জেলেনস্কির সঙ্গে এক উত্তপ্ত বাগবিতণ্ডার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞ না হওয়ার অভিযোগ করেন।

Check Also

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা,অতঃপর…

শেরপুর নিউজ ডেস্ক: উড়ন্ত বিমানে এক যাত্রী অদ্ভুত কাণ্ড ঘটান। ৩৫ হাজার ফুট ওপরে উড়ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =

Contact Us