শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে ইফতারের আগ মুহূর্তে নিজের ওরনা গলায় পেঁচিয়ে রত্না খাতুন (১৯) নামের এক যুবতী সোমবার (৩মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে আত্মহত্যা করেছে।সে গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ কাঞ্চনপুর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।নিহতের মা সালেহা বেগম জানান, আমি অন্যের বাড়িতে কাজ করি। বাড়িতে রত্না একাই ছিল।
বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়িতে এসে রত্না কে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখি তার ওড়না গলায় পেঁচিয়ে সে তীরের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। পরে আমার আত্মচিৎকারে স্থানীয়রা এসে তার মরদেহ নামায়।তিনি আরো জানান, কিছুদিন ধরে সে মোবাইল কিনে নেওয়ার জন্য জিদ করছিল। মোবাইল কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।