সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

শেরপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ রফিক ইসলাম (৪৫) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কালাতলী গলবাড়ী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। গত সোমবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে ধুনটমোড় সিএনজি ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, শেরপুর পৌর শহরের আহলে হাদিস মসজিদের সামনে মোটরসাইকেল রেখে গত ৩ মার্চ সে ফজরের নামাজ আদায় করছিল। নামাজ আদায় শেষে এসে দেখেন মোটরসাইলেকটি চুরি হয়ে গেছে। পরে ওই দিন শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শেরপুর থানার এসআই মইনুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১ টার দিকে ধুনটমোড় সিএনজি ষ্ট্যান্ড থেকে মোটরসাইকেলসহ রফিক ইসলামকে গ্রেপ্তার করে। তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়।

Check Also

শেরপুরে আমাইডাঙ্গা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি আহত ১৩

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে মাইক দিয়ে ঘোষণা দিয়ে আমাইডাঙ্গা বিলে মাছ ধরাকে কেন্দ্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + nineteen =

Contact Us