সর্বশেষ সংবাদ
Home / কৃষি / সিরাজগঞ্জের হাটবাজার আগাম তরমুজে ভরপুর

সিরাজগঞ্জের হাটবাজার আগাম তরমুজে ভরপুর

শেরপুর নিউজ ডেস্ক:
মৌসুমি ফলের আরেক নাম তরমুজ। সুস্বাদু, রসালো ফল খেতে কার না মন চায়। সাধারণত এপ্রিল-মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম। ইতিমধ্যেই সিরাজগঞ্জের বিভিন্ন হাট বাজারে ফল ব্যবসায়ীরা তরমুজের পরশা সাজিয়ে বসেছে। হাক ডাঁক বাড়ছে তরমুজ কেনা বেচায়। তরমুজ বিক্রি হচ্ছে এখন চড়া দামে।

রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের। ইফতারে খাদ্য তালিকায় অন্যান্য ইফতারির সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান। তাই রমজানে কদর বেড়েছে তরমুজের। সব মিলে রমজানের প্রারম্ভেই সলঙ্গার, তাড়াশ, রায়গঞ্জ সহ সিরাজগঞ্জ বিভিন্ন হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে। ইফতার পূর্বমুহূর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা।

হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। বিক্রেতা হামিদ জানান, বর্তমানে বাজারে যে তরমুজ বিক্রি হচ্ছে, তা আকারে ছোট ও মাঝারি। এগুলো ওজনে ৩-৪ কেজির মত। রায়গঞ্জ বাজারের তরমুজ বিক্রেতা মজনু, মানিক, ভুট্ট, আলম জানিয়েছেন, এখনও তরমুজের বাজার এখনো জমে ওঠেনি। অল্প সময়ের মধ্যে তরমুজের আমদানি আরও বাড়বে।

উপজেলার উল্লাপাড়া, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জ, কামারখন্দ সহ বিভিন্ন হাট ঘুরে এমনটাই জানা গেছে। তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভিড় বেশি। দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।

Check Also

গোয়াইনঘাটের হাটবাজারে উঠতে শুরু করেছে তরমুজ

  শেরপুর নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের হাটবাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের ফল তরমুজ। ছোট- বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fourteen =

Contact Us