সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ঈদে মুক্তির তালিকায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’

ঈদে মুক্তির তালিকায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’

শেরপুর নিউজ ডেস্ক:

ঈদে আসছে ‘গোয়েন্দাগিরি’ খ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা। এটি একটি ট্র্যাভেল স্টোরি। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়।

চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা-পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক।

এই পরিচালক আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে।

সিনেমাটি নিয়ে নাসিম সাহনিক কালবেলাকে বলেন, ‘আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। যার জন্যই আমি এত সিনেমার ভিড়ে আমার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আর মজার বিষয় হচ্ছে, সিনেমায় বড় তারকা না থাকলেও প্রত্যেক শিল্পী হচ্ছেন যার যার জায়গা থেকে বড় তারকা। যাদের নিজস্ব ফ্যানবেজ আছে। তাই আমি আশাবাদী এই সিনেমাটি দেখতেও দর্শকরা হলে যাবেন। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে। এ ছাড়া কয়েকদিনের মধ্যেই আমরা এটি নিয়ে প্রচারণায় নামব। প্রচারণা নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে এবং দর্শকদের বলব শুধু আমার সিনেমা নয়, সবার সিনেমা দেখতেই আপনারা হলে আসুন। কারণ একজন পরিচালক অনেক কষ্ট করে তার সিনেমাটি অনেক কষ্ট করে নির্মাণ করেন।’

আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।

Check Also

কটাক্ষের শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে

শেরপুর নিউজ ডেস্ক: গত দুইদিন হল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে প্রিয়াাঙ্কার পারিবারিক জীবনের অতীত একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =

Contact Us