সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠল দুবাই

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠল দুবাই

শেরপুর নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের শীর্ষে অবস্থান করছে। বিমান পরিবহন বিষয়ক যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ওএজি অ্যাভিয়েশন’ সম্প্রতি প্রকাশিত মাসওয়ারি তালিকায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

তথ্য অনুযায়ী, গত এক মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করা হয়েছে। পরের স্থানে রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর, যেটিতে ৪০ লাখ ৮ হাজার ৬৪৪ জন যাত্রী চলাচল করেছে। তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও (হানেদা) আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি ৪৭ লাখ ৩৪ হাজার যাত্রী পরিবহন করেছে।

তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষে রয়েছে। গত এক মাসে সেখানে মোট ৫৩ লাখ ৬৯ হাজার যাত্রী চলাচল করেছে। ২০২৪ সালে এই বিমানবন্দরই তালিকার শীর্ষে ছিল।

দুবাই অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের তথ্য অনুযায়ী, অত্যাধুনিক প্রযুক্তি ও সুবিধা থাকায় বন্দরটি ব্যস্ততম হয়ে উঠেছে । ছয়টি উপমহাদেশের ২৪০টি গন্তব্যে অসংখ্য উড়োজাহাজ সংস্থা এ বিমানবন্দর ব্যবহার করে। বিমানবন্দরে তিনটি প্রধান টার্মিনাল ও চারটি প্রশস্ত যাত্রী চলাচলের পথ রয়েছে।

বিমানবন্দরের ইতিহাসে মরুভূমির বালির মধ্যে মাত্র ১৮০০ মিটারের রানওয়ে নিয়ে ১৯৬০ সালে এর যাত্রা শুরু হয়েছিল। প্রাথমিক সময়ে ডগলাস ডিসি-৩ আকারের উড়োজাহাজের জ্বালানি নেওয়ার জন্য এটি ব্যবহৃত হতো। ধীরে ধীরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বছরে সাড়ে ১১ কোটি যাত্রী পরিবহন করে। ২০২৪ সালে ৯ কোটি ২৩ লাখ যাত্রী ব্যবহার করেছে।

তালিকার অন্যান্য শীর্ষ বিমানবন্দরের মধ্যে রয়েছে সিউল ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর (চতুর্থ), নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দর (পঞ্চম) ও হংকং আন্তর্জাতিক বিমানবন্দর (ষষ্ঠ)। এরপর তালিকায় ইস্তানবুল, প্যারিসের শার্ল দ্য গল, ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যাংকক সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছেন।

Check Also

পাকিস্তানে দুই আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eleven =

Contact Us