আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ জনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিন্টন (৩৯), সম্রাট (২২), নজরুল (৪০), মানিক (৩৮), রকি (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ট্যাপেন্টাডল ও চোলাই মদ খাওয়ার অপরাধে পাঁচ মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিন্টন, সম্রাট, নজরুল, মানিককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং রকিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।