সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সেন্ট্রাল আফ্রিকায় রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাপ্রধান

সেন্ট্রাল আফ্রিকায় রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাপ্রধান

শেরপুর নিউজ ডেস্ক:

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট সেনাপ্রধানকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

বৃহস্পতিবার (০৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৩ মার্চ সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফাস্টিন-আরচেঞ্জ তোয়েদ্রার (Faustin-Archange Touadéra) সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এই বৈঠকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এসময় তিনি তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনী প্রধান স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্যা সেক্রেটারি জেনারেল ভেলেন্টাইন রগবিজ এবং ফোর্স কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল হাম্প্রে নাইওয়ান এর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সের প্রধান জেনারেল মামাদাও জেফিরিনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে, প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষী মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।

সফরে সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান। দেশে ফিরে আসেন বৃহস্পতিবার।

Check Also

ঢাকাসহ সারাদেশে এক মাসে বিশেষ অভিযানে ৩৩ হাজার ১৪১ জন গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে শুরু হওয়া বিশেষ অভিযানে এক মাসে ৩৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =

Contact Us