Home / দেশের খবর / ফরহাদ মজহার-ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ

ফরহাদ মজহার-ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এর আগে, শস্য প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানের সামনে দুটি পেট্রল বোমা-সদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে জায়গাটি ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটও।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরে প্রবর্তনার উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।

বস্তু দুটি পেট্রল বোমা নাকি হাত বোমা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, বস্তু দুটি সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা, যাতে পেট্রল ছিল। আগুনের সংস্পর্শ পেলে জ্বলতো।

কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Check Also

ধর্ষণের বিচার ৯০ দিনে সম্পন্ন করতে হবে: আইন উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seventeen =

Contact Us