শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া গাবতলীতে স্কুল ছাত্র সিফাতকে গলাটিপে হত্যা। জানা যায়, গাবতলী পৌর এলাকার উঞ্চুরকী উত্তরপাড়ার হাবিজার রহমান মোল্লার পুত্র সিফাত (১৩) ইফতার শেষ বাড়ি থেকে বের হয়।
শনিবার (০৮ই মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় পরে কে সিফাতকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সিফাতকে গলাটিপে হত্যা হয়েছে বলে জানায়।
সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারো বাড়ি থেকে বাইরে যায়। রাত ৯ টায় লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির পাশে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাত গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ছিল।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।