সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নিজেকে শক্তিশালী করতে পুরুষালি হওয়ার দরকার নেই-কঙ্গনা

নিজেকে শক্তিশালী করতে পুরুষালি হওয়ার দরকার নেই-কঙ্গনা

শেরপুর নিউজ ডেস্ক:

অন্য কোনো নারী বা পুরুষ নয়, নারীর প্রতিযোগী সে নিজেই। নিজের ভালো গুণগুলো প্রকাশ করাই হোক প্রত্যেক নারীর লক্ষ্য। আন্তর্জাতিক নারী দিবসে সব নারীর উদ্দেশে এক বিশেষ বার্তায় এমন মন্তব্য করেন কঙ্গনা রানাউত।

তার ভাষ্যে, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে।

সেগুলো খুঁজে বের করে তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’
এরপর বলেছেন, ‘আরো বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন আরো বেশি করে ভালোবাসা ঝরে পড়ে।

কারণ, পৃথিবীর সব প্রাণী নারীর ভালোবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এ কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’
কঙ্গনার কাছে ‘দেবী’ আর ‘মা’ সমার্থক। তিনি নারীর মধ্যে ‘দেবী’ রূপ দেখতে পান।

তার চোখে নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি।
অভিনেত্রীর যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব গুণের যথাযথ প্রকাশ ঘটলেই নারী ‘সম্পূর্ণা’।

ইতিমধ্যে কঙ্গনার এই বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল। তার বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।

Check Also

ঈদে মুক্তির তালিকায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদে আসছে ‘গোয়েন্দাগিরি’ খ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =

Contact Us