শেরপুর নিউজ ডেস্ক:
যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দের জেরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম ৩/৪ মাস আগে তার ছেলে রিমমকে (২২) উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমমের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। রিমম নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমমের পিতা দ্বিতীয় বিয়ে করেন।
রিমমের স্ত্রীর সঙ্গে তালাক হবার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সঙ্গে সৎ ছেলের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রিমমের নবাগত স্ত্রীকে নিয়ে পিতা ও সৎ মায়ের সঙ্গে ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দের কারণে রাতের খাবার খায়নি রিমম।
টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই আছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে।
পরে শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমম ধারাল দা নিয়ে পিতা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিমম তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ সময় পরিবারের সদস্যরা ও আশেপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যায়।
আহত অবস্থায় শরিফুলকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম পলাতক রয়েছে।
এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ‘পারিবারিক দ্বন্দের কারণে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’