সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল

ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল

শেরপুর নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ডিপিএলে ব্যস্ত সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে তাদের। কেননা রোজার ঈদের পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।

শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে রোজার ঈদের পর বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা।

Check Also

ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Contact Us