শেরপুর নিউজ ডেস্ক:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুম পরিষদ মিলনায়তন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আশিক খানের সভাপতিত্বে ও মহিলা বিষয় অফিসার রেবেকা সুলতানার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, শেরপুর থানা উপ-পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারী দুস্থ সমিতির সদস্য নিলা সুলতানা, কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক সৌরভ অধিকারী শুভ, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মহিলা নেত্রী শামসুন্নাহার, পারুল বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সোহানী খাতুন, শিক্ষক পপি খাতুন প্রমুখ।