এম,এ রাশেদ: বগুড়া ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এর সঙ্গে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ এর নবগঠিত বগুড়া ধুনট উপজেলা (শাখা)’র নেতা কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছে। রবিবার (০৯ই মার্চ) দুপুরে থানা চত্বরে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ নেতা কর্মীরা ওসি’মহাদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ এর ধুনট উপজেলা শাখার নবগঠিত সভাপতি মোঃ রুহুল আমিন মাসুদ,শিহাব মিয়া সিনিয়র সহ-সভাপতি, শাহ আলম সাধারণ সম্পাদক, আনোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক,সাগর মিয়া দপ্তর সম্পাদক।
এসময় সানোয়ার হোসেন পৌর বিএনপি সহ-সভাপতি ও জেলা বিএনপি সদস্য বগুড়া, আলমাস সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মথুরাপুর ইউনিয়ন, মেহেদি হাসান হৃদয় সভাপতি ধুনট পৌর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, দুলু মিয়া সভাপতি নিমগাছি ইউনিয়ন আরাফাত রহমান কোকু স্মৃতি সংসদ, রাসেল মিয়া সাধারণ সম্পাদক নিমগাছি ইউনিয়ন, কফিল মিয়া সাংগঠনিক সম্পাদক নিমগাছি ইউনিয়ন, সোহেল রানা সভাপতি কালেরপাড়া ইউনিয়ন, সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি কালের পাড়া ইউনিয়ন, জহুরুল ইসলাম সভাপতি এলাঙ্গী ইউনিয়ন, আর এম মোত্তালিব সাধারণ সম্পাদক এলাঙ্গী ইউনিয়ন, আলমাস সভাপতি মথুরাপুর ইউনিয়ন, রওশন জামিল রাসেল সাধারণ সম্পাদক মথুরাপুর ইউনিয়ন, আলামিন সাংগঠনিক সম্পাদক মথুরাপুর ইউনিয়ন, আরও বিভিন্ন ইউনিয়নের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।