নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা
আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ই মার্চ
(রবিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক মহড়া দেয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বূড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহাবুব হাসান প্রমুখ।