সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / গাবতলীতে স্বামীর নির্যাতনে আহত গৃহবধুর মৃত্যু স্বামী আটক

গাবতলীতে স্বামীর নির্যাতনে আহত গৃহবধুর মৃত্যু স্বামী আটক

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহত গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহতের নাম শরিফা খাতুন(২৫)। তিনি গাবতলী উপজেলার উজগ্রাম গ্রামের আমসার আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে (৩৫) আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।

জানা গেছে, গত ৬ মার্চ স্বামীর বাড়িতে শরিফা খাতুনকে তার স্বামী সাগর শারীরিক নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  শেরপুর নিউজ ডেস্ক: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Contact Us