শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণসহ দেশব্যাপি নারী ও শিশু ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় শেরপুর সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আহসান আরমান,জাকারিয়া হোসেন বাকি, সৈকত হাসান, শাহাদত হোসেন, ফরিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, অন্তর, মহন্ত, নাফি সরকার, রিফাত প্রমুখ।
অন্যদিকে, একই দাবিতে দুপুর ১২টায় স্থানীয় বাসস্ট্যান্ডে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী এবং জনতা বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে। এ সময় উপস্থিত ছিলেন সাদিকুর রহমান অয়ন, আরাফাত রহমান, মুন্তাসির মারুফ রিয়াদ, অনিক খান, শেখ মাশফিকা রহমান শোয়ানী, শাইরিন রিদা প্রমুখ।