সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে যাত্রী সেঁজে ব্যাটারী চালিত অটো ছিনতাই

শেরপুরে যাত্রী সেঁজে ব্যাটারী চালিত অটো ছিনতাই

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে যাত্রী সেজে ব্যাটারী চালিত অটো ছিনতাই করে চালক জুয়েল রানাকে (১৮) রাস্তার পাশে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত রোববার (১০ মার্চ) রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এলাকা থেকে আলকেসের ছেলে জুয়েল রানার ব্যাটারী চালিত চায়না অটো গত রবিবার বিকেল ৫টার দিকে ৩ জন যাত্রী সেঁজে ধুনট উপজেলার হুকুম আলী যাওয়ার কথা বলে অটো রিজার্ভ করে। ইফতারের সময় হলে রাস্তায় অটো চালক জুয়েল রানাসহ ওই ৩ যাত্রী রাস্তায় ইফতার করে। সেখান থেকে ঘুরে রাত ৮ টার দিকে খানপুর ইউনিয়নের ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় গিয়ে জুয়েলকে মারধর করে তার নিকট থেকে ব্যাটারী চালিত অটো ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে রাস্তার পাশে পায়। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়। এ ঘটনায় ওইদিন রাতেই জুয়েলের বাবা আলকেস বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অটো ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ভিকটিম এখনো অসুস্থ্য আছে সে সুস্থ্য হলে আসল ঘটনা জানা যাবে।

Check Also

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  শেরপুর নিউজ ডেস্ক: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + ten =

Contact Us