সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি

ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি

শেরপুর নিউজ ডেস্ক:

হামাস বুধবার ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছে। কারণ তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। হামাস এটিকে ফিলিস্তিনি স্বার্থের প্রতি ‘সত্যিকারের প্রতিশ্রুতি’ বলে উল্লেখ করেছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘এটি (পদক্ষেপ) আমাদের ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের প্রতি প্রকৃত সমর্থনের প্রতিফলন এবং গাজার ওপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ ভাঙতে বাস্তবিক চাপ প্রয়োগ করছে।


ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করা হুতি গোষ্ঠী মঙ্গলবার রাতে ঘোষণা দেয়, তারা পুনরায় হামলা শুরু করবে। কারণ ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করেনি।

হুতি জানায়, তারা ‘লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি, এডেন উপসাগর ও আরব সাগরে সব ইসরায়েলি জাহাজের চলাচলে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর’ করছে। কারণ ইসরায়েল তাদের দেওয়া চার দিনের সময়সীমার মধ্যে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেয়নি।

এর আগে এই মাসের শুরুতে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়, যাতে হামাসকে যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করা যায়, দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার পরিবর্তে। গত রবিবার ইসরায়েল আরো চাপ সৃষ্টি করতে ঘোষণা দেয়, তারা গাজার একটি পানি বিশুদ্ধকরণ প্লান্টের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। তবে হামাস মঙ্গলবার জানায়, কাতারে একটি নতুন যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে।

গাজা যুদ্ধ চলাকালে হুতি ইসরায়েল সংশ্লিষ্ঠ জাহাজের ওপর অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পাল্টা বিমান হামলা চালায়।

হুতি জানিয়েছে, তারা জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব হামলা বন্ধ করেছিল। তবে মঙ্গলবার তারা ঘোষণা দেয়, যতক্ষণ না ইসরায়েল গাজায় সহায়তা প্রবেশ করতে দেবে, ততক্ষণ তারা হামলা অব্যাহত রাখবে।
হামাস হুতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইয়েমেনের জনগণের প্রকৃত অবস্থানের প্রতিফলন। আমরা আরব ও মুসলিমবিশ্ব, পাশাপাশি বিশ্বের সব মুক্তচিন্তার জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, যাতে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের ওপর চাপ প্রয়োগ করা যায়, যতক্ষণ না আগ্রাসন শেষ হয়, গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এবং আমাদের অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।’

সূত্র : এএফপি

Check Also

কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি

শেরপুর নিউজ ডেস্ক: কানাডার নতুন প্রধানমন্ত্রী-নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। এরমাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twenty =

Contact Us