সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে ফাইনালে বাংলাদেশ

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে ফাইনালে বাংলাদেশ

 

শেরপুর নিউজ ডেস্ক:
ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুচিংয়ে প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ ব্যবধানে গুয়ামকে পরাজিত করেছে। এরআগে প্রথম খেলায় বাংলাদেশ একই ব্যবধান ২-১ এ প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো: রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হন। ফলে ম্যাচে ১-১ সমতা হয়।

দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়।

বাংলাদেশ জুনিয়র পুরুষ টেনিস দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করছে। সম্প্রতি বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। এই পর্যায়ে যা বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য।

Check Also

মাত্র ২৮ বলে সেঞ্চুরি করলেন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স

শেরপুর নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =

Contact Us