সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মিশন শুরু হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার

মিশন শুরু হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার

শেরপুর নিউজ ডেস্ক:

 

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেক দিন ধরেই দূরে আছেন বলিউডের গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত থাকা এ নায়িকা দীর্ঘসময় পর নাম লিখিয়েছেন ভারতীয় সিনেমায়। নাম ‘এসএসএমবি২৯’, যার শুটিংয়ের জন্য এবার প্রস্তুত হচ্ছেন তিনি।

মহেশ বাবু ও পৃথ্বীরাজ এরই মধ্যে এ সিনেমার শুটিং শুরু করেছেন। এরপর এ মাসের ২০ তারিখের দিকে ওড়িশায় সিনেমাটির মূল দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন প্রিয়াঙ্কা। জানা গেছে, এ সিনেমার জন্য বড় পরিসরে নিজ দেশে ফিরছেন তিনি। শুটিং শেষ করার পরই ফিরবেন যুক্তরাষ্ট্রে। তবে এবারের ভারত সফর দীর্ঘ হতে যাচ্ছে তার।

আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা কয়েক মাসের মধ্যে আসবে আর এটি ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা ও পৃথ্বীরাজ ছাড়া আরও বড় বড় অভিনেতাকে এ সিনেমায় নেওয়া হয়েছে, যদিও তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। আর এটি পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এতে অভিনয়ের জন্য ৩০ কোটি রুপি নিচ্ছেন প্রিয়াঙ্কা।

রাজামৌলির এ সিনেমাটি ২০২৬ সালের শেষ পর্যন্ত শুটিং হবে এবং ২০২৭ সালে একটি বড় থিয়েট্রিক্যাল রিলিজ হিসেবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্রটি ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওগুলোসহ আফ্রিকার বনাঞ্চলে শুট করা হবে।

প্রিয়াঙ্কাকে বলিউডে সবশেষ দেখা যায় ২০১৯ সালের সোনালি বোস নির্মিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। এতে তার পাশাপাশি অভিনয় করেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম, রহিত সারাফসহ আরও অনেকে।

Check Also

হৃদয়স্পর্শী বার্তা দিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া

শেরপুর নিউজ ডেস্ক: প্রতি বছরের ৮ মার্চ সারা বিশ্বে নারী দিবস পালিত হয়। এ বিশেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =

Contact Us