সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ছয় মাসের বিরতি কাটিয়ে ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে

ছয় মাসের বিরতি কাটিয়ে ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে

 

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ ছয় মাসের বিরতি কাটিয়ে ফ্রান্স দলে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। আসন্ন নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০ ও ২৩ মার্চের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পের অধিনায়কত্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও দেশম স্পষ্ট করেছেন, দলের নেতৃত্ব ঠিক আগের মতোই তার হাতেই থাকবে।

‘আমি ওর সঙ্গে কথা বলেছি, আলোচনা করেছি। এমবাপ্পেই অধিনায়ক থাকবে,’ দেশম বলেছেন।

গত বছরের নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে নেশনস লিগ ম্যাচে ফ্রান্স দলে ছিলেন না এমবাপ্পে। তখন দেশম বলেছিলেন, ‘এটাই ভালো হবে।‘ শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে তাকে বাইরে রাখা হয়েছিল।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে গেলেও ফ্রান্স দলে অনুপস্থিত ছিলেন তিনি। সর্বশেষ তিনি লেস ব্লুর হয়ে খেলেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে।

এমবাপ্পে এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ৪৮টি গোল করেছেন, যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তার সামনে রয়েছেন শুধু থিয়েরি অঁরি (৫১) ও অলিভিয়ে জিরু (৫৭)।

এদিকে, স্কোয়াডে ফিরেছেন অরেলিয়েন চুয়ামেনিও, যিনি চোটের কারণে আগের দলে ছিলেন না। পিএসজির উসমান দেম্বেলেও রয়েছেন দলে। এছাড়া, তরুণ স্ট্রাইকার দেজিরে দোউকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

ফ্রান্স ২১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্প্লিটে, আর ২৩ মার্চ ফিরতি ম্যাচ হবে প্যারিসের স্তাদ দে ফ্রান্সে।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মেনিয়ান (এসি মিলান), লুকাস শেভালিয়ার (লিল), ব্রাইস সাম্বা (রেন)।

ডিফেন্ডার: জনাথন ক্লস (নিস), জুলস কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), বেঞ্জামিন পাভার্ড (ইন্টার মিলান), থিও হার্নান্দেজ (এসি মিলান), লুকাস দিগনে (অ্যাস্টন ভিলা)।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), অরেলিয়েন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), মাতেও গুয়েন্দুজি (লাজিও), মানু কোনে (রোমা), আদ্রিয়েন রাবিও (মার্সেই), ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড: দেজিরে দোউ (পিএসজি), ব্রাডলি বারকোলা (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), রঁদাল কোলো মুয়ানি (জুভেন্টাস), মাইকেল অলিস (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।

Check Also

টাইব্রেকারে লিভারপুলের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পিএসজি

  শেরপুর নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে দাপুটে পারফরম্যান্স দিয়েছিল লিভারপুল। তবে নকআউটে এসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Contact Us