শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়া সোনাতলার আগুনিয়াতার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রিয়াজ ওরফে মিঠু (৪৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার ফলিয়াদিঘোর এলাকার আব্দুল ওয়ারেছের ছেলে মো. উজ্জল হোসেন (৩৮), বগুড়া নন্দীগ্রামের বাঁশবাড়িয়া এলাকার মো. আশরাফ আলীর ছেলে মো. এরশাদ আলী (৩৪), বগুড়া সদর উপজেলার হুকমাপুর এলাকার মৃত ফারাজ মুন্সীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০), বগুড়া সোনাতলার দক্ষিণ আটঘরিয়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো. পাভেল ইসলাম (২৫) এবং বগুড়া সোনাতলার খাবলিয়া এলাকার বাবলু মন্ডলের ছেলে মো. শামীম আহমেদ (২৬)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের তিনমাথা ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাঘাটা থানার মথরপাড়া বটতলা ও সোনাতলার গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।