সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে পুলিশের পৃথক অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

শেরপুরে পুলিশের পৃথক অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযানে জুয়া খেলার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে টাকা, তাসসহ জুয়ার অন্যান্য সরঞ্জামাদি আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাথাইল চাপড় গ্রামের মনছের আলীর ছেলে তাজেম উদ্দিন ওরফে মওদুদ (৪৫), ছোনকার মৃত খলিলুর রহমানের ছেলে আয়েজ উদ্দিন (৪৫), পালাশন গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে দুদু (৫২), পারভবানীপুর পূর্বপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে টুকু মিয়া (৪৩) ও পশ্চিমপাড়ার মৃত জালালের ছেলে আবু বক্কর (৬৫)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের জনৈক হাফিজারের পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলার সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ প্যাকেট তাস, ৭ হাজার ৫০০ টাকা জব্দ করেছে।

অপরদিকে পুলিশের আরেক দল উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর আমতলা গ্রামের আবুল কালামের কলা বাগানের মধ্যে জুয়ার আসর থেকে টুকু ও আবু ব্ক্করকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে ১ হাজার ৫৩০ টাকা ও ২ প্যাকেট তাস জব্দ করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শেরপুর থানায় জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ৫ জন আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

কাহালুতে একই রাতে ৮টি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

    কাহালু (বগুড়া)সংবাদদাতা: বগুড়ার কাহালু উপজেলার কল্যাণপুর বাজার, দেওয়ানতলা ও পিলকুঞ্জ ঝাঁঝারপাড়া গামের মোড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nineteen =

Contact Us