সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে: চরমোনাই পীর

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে: চরমোনাই পীর

 

শেরপুর নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলন নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।’

শুক্রবার বিকালে নগরীর বরিশাল ক্লাব হলে রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দেশ সংস্কারের ব্যাপারে বলেন, ‘সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফিরে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।

‘নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবি করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। ’

রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত তাদের মাতৃভূমিতে ফেরানোর উদ্যোগ নিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছি। আপনি বাংলাদেশে এসেছেন (জাতিসংঘ মহাসচিব), আপনি উদ্যোগ নিয়ে তাদের তাদের মাতৃভূমিতে নেওয়ার ব্যবস্থা করুন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন– উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Check Also

মাঠে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসিসহ সব ষড়যন্ত্র মাঠে থেকেই মোকাবিলা করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us