সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / কাহালু / কাহালুতে আবাসন প্রকল্পের দুই শিশুক ধর্ষণের অভিযোগ

কাহালুতে আবাসন প্রকল্পের দুই শিশুক ধর্ষণের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের বাসিন্দা নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

Check Also

কাহালুতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত: দশজনের অর্থদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দশজনের অর্থদন্ড ও বিচ্ছিন্ন কিছু ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =

Contact Us