সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / ২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

২০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

 

শেরপুর নিউজ ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে ২০ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি আসন্ন ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি করে সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মজুত করেছিল। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন, সুলতানা ও হানিফ গাজী।

নিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় কয়েকজন জাল নোট ব্যবসায়ী জাল টাকা নিয়ে মাতবর বাজার ঘাটের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া যায়। এ সময় বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজকল্যাণ সংস্থার সামনে বেড়িবাঁধে কামরাঙ্গীরচর থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা করে জাল টাকার ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সুমন, সুলতানা ও হানিফ গাজীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যমানের চার লাখ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে নারায়ণগেঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলীর গ্যাসলাইন নামক এলাকায় সুমনের ভাড়া বাসা থেকে ১৬ লাখ টাকার জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কালার প্রিন্টার, জাল নোট তৈরির ১০টি ডাইসসহ এক বস্তা সাদা কাগজ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে তারা জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Check Also

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে সব পর্ন ওয়েবসাইট

শেরপুর নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + three =

Contact Us