শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: অন্তর হোসেন(২১) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার ১৫ মার্চ দুপুরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বিরইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত অন্তর হোসেন মাগুড়া জেলার শালিকা উপজেলা ছানিয়ারপাড়া গ্রামের মো:শাহ আলমের ছেলে।খোঁজ নিয়ে জানা যায়,ঘটনার সময় মহাসড়ক পারাপার হচ্ছিলেন অন্তুর হোসেন এসময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে সজরে ধাক্কা দিয়ে দ্রুত চলে যান।পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান তিনি। নিহত অন্তর বেশকিছুদিন ধরে বিরইল গ্রামস্থ তার খালার বাসায় থাকতেন।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ঔই ঘাতক বাসটিকে শনাক্তকরনসহ চালক ও সহকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।