সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

 

শেরপুর নিউজ ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেপ্তারকৃত ৩০ বছর বয়সী বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার দুই শিক্ষার্থীর পরিবার শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। এক শিশুর মা জানান, তার দশ বছর বয়সী সন্তান দীর্ঘ দুই মাস ধরেই ধর্ষণের শিকার হলেও ভয়ে কিছু বলতে পারেনি। তবে ঘটনার দিন সাহস করে মায়ের কাছে বিষয়টি প্রকাশ করলে পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

একই মাদ্রাসার আরেক শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকেও চার মাস ধরে একইভাবে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা ঘেরাও করেন এবং অভিযুক্তকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে শিক্ষক বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সরিষাবাড়ীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে।

Check Also

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে সব পর্ন ওয়েবসাইট

শেরপুর নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

Contact Us