ধুনট( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনটে এক স্কুল শিক্ষিকার দায়েরকৃত মামলায় নুরুল ইসলাম (৪৮) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টায় ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং ধুনট সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।
মামলাসূত্রে জানাযায়, বেলকুচি গ্রামের এক স্কুল শিক্ষিকাকে প্রায়ই অশ্লীল ভাষায় গালাগালি সহ উত্যাক্ত করে আসছিল নুরুল ইসলাম। গত ৫ মার্চ রাত ১০টার দিকে ওই শিক্ষিকা ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নুরুল ইসলাম তার পথরোধ করে অশ্লীলভাষায় গালাগালি করতে থাকে। এসময় ওই শিক্ষিকা গালাগালি করতে নিষেধ করলে নুরুল ইসলাম তাকে মারপিট করে। এঘটনায় ১০ মার্চ ওই শিক্ষিকা বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, এক শিক্ষিকার দায়েরকৃত শ্লীলতাহানি ও মারপিটের মামলায় রবিবার অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।