সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ‘সামার ভ্যাকেশন’ নিয়ে ব্যস্ত নিলয়-হিমি

‘সামার ভ্যাকেশন’ নিয়ে ব্যস্ত নিলয়-হিমি

শেরপুর নিউজ ডেস্ক:

নিলয়-হিমি জুটির নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। তাই উৎসবে এ জুটির নাটক প্রচার হয় অনেকগুলো। ইতিমধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ডজনখানেক নাটকের শুটিং করে ফেলেছেন তারা। এসব নাটকের মধ্যে বিশেষ একটি নাটক হচ্ছে ‘সামার ভ্যাকেশন’। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা।

 

নাটকটি মূলত কিছুটা কমেডি ঘরানার। গল্পে অজপাড়া গায়ের সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে। যেখানে দেখা যাবে অজপাড়া গাঁয়ের মেয়ে তাহমিনা। মেধাবী ও লক্ষ্মী। গ্রাজুয়েশন করেছে। তবে যথা সময়ের বিয়ে না করায় গ্রামে তাকে সবাই আইবুড়ো মেয়েই বলে। বিয়ে না করায় তাহমিনার ওপর জ্বীনের আছর আছে বলেও ছড়ানো হয়। কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটা পরিচয় আছে। যে পরিচয় কেউ জানে না।

অন্যদিকে জয়নাল উড়নচণ্ডী স্বভাবের ছেলে। সারাদিন বন্ধুদের সাথে ঘুড়ে বেড়ায়, বাবার টাকা ওড়ায়। বাবা সরকারি চাকরিজীবী, ঘুষ ও দুর্নীতির টাকায় বাড়ি-গাড়ি করেছেন। জয়নাল গরমের ছুটি কাটাতে আসে মামা বাড়িতে গ্রামের ফিল নিতে। এখানে এসে মামাতো ভাইদের সঙ্গে গভীর রাতে পিকনিক করার জন্য এর ওর বাড়িতে মুরগি চুরি করে। তাহমিনাদের বাড়িতে চুরি করতে এসেই দেখতে পায় তাহমিনাকে এবং প্রেমে পড়ে যায় তার। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এগিয়ে চলে গল্প।

Check Also

মিশন শুরু হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার

শেরপুর নিউজ ডেস্ক:   ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেক দিন ধরেই দূরে আছেন বলিউডের গ্লোবাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =

Contact Us