ষ্টাফ রিপোর্টার: শেরপুর থানা পুলিশসহ যৌথবাহিনীর অভিযানে একটি বার্মিজ চাকুসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে শেরপুর শহরের টাউনকলোনী এলাকায় পাকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. বাচ্চু মিয়া (৪৬) শেরপুর উপজেলার পৌর শহরের কোর্টপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে ১০টি একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে ।